Open
R: 9 / I: 0 /
P: 3
বিশ্বকাপ ফুটবলের বাকি ১৫ দিন! মাত্র ১৫ দিন!
অথচ কোথাও কোন সাড়াশব্দ নাই, হাইপ নাই,তর্কাতর্কি নাই, কোন জার্সি সুন্দর সেটা নিয়ে আলাপ নাই, স্কোয়াড নিয়ে ক্যাচাল নাই কিচ্ছু নাই!
ভাবতেসেন বাংলাদেশেই? মোটেই না, এইবার গোটা বিশ্বেই বিশ্বকাপ নিয়ে উন্মাদনা কম! গত তিন বিশ্বকাপের সাথে তুলনা দিলে তো বলা যায় নাই ই! এন্ড এটার কারণ মোটেই ক্লাব ফুটবল চালু, টি২০ বিশ্বকাপ, টাইমিং, বৈশ্বিক মন্দা- এইসব না! এইটার সম্পূর্ণ দায় আয়োজক দেশ কাতারের! তাদের জঘন্য প্রমোশনাল একটিভিটির জন্যই এইবার বিশ্বকাপের আগমূহুর্ত এতো "মরা"!
গত তিনটা বিশ্বকাপ ছিল সাউথ আফ্রিকা, ব্রাজিল আর রাশিয়ায়! মনে করে দেখেন, থিম সং থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠান, প্রমোশনাল এক্টিভিটি এমনকি মাসকটে পর্যন্ত এই দেশ বা অঞ্চলগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য, ইতিহাস, ঐতিহ্য আর মানুষের সৃজনশীলতা কিভাবে উঠে এসেছিলো! এরা নিজেদের কালচারকে বিশ্বকে নতুন করে চিনিয়েছিলো....শুধু তাই না, এই দেশগুলো গোটা বিশ্বের মানুষের বৈচিত্র্যকে স্বাগতও জানিয়েছিল মুক্তহস্তে! এমনি এমনি এখনো কেনানের "ওয়েভিং ফ্ল্যাগ" বা পিটবুলের "ওলে ওলা" মানুষের মুখে মুখে ফেরে না!
অন দা কন্ট্রারি, মরুভূমির মধ্যে একটা দেশ যাদের কোন রিচ হিস্ট্রি নাই, স্পোর্টিং বা কালচারাল ব্যাকগ্রাউন্ড নাই, নাই কোন প্রগতিশীলতা বা ভিন্নতাকে উদ্বাহু হয়ে বরণ করার ইতিহাস- যাদের আছে জাস্ট মাটির নিচ থেকে উঠে আসা তেল- সেই তেল বিক্রির টাকা দিয়ে বিশাল বিশাল ইমারত গড়লেও যাদের চিন্তাভাবনা এখনো ক্ষুদ্র, পশ্চাদপদ, মধ্যযুগীয়! এরা টাকার জোরে ফুটবল বিশ্বকাপ আয়োজক হবে... বিদেশী আর্কিটেক্টদের বুদ্ধি আর প্রবাসী শ্রমিকদের রক্ত, ঘাম, জীবনের বিনিময়ে বিশাল সর্বাধুনিক স্টেডিয়াম নির্মাণ করবে- কিন্তু এর বেশি দৌড় এদের নাই! বিশ্বকাপের প্রতি বিশ্বের মানুষকে আকৃষ্ট করার জন্য যে পরিমাণ সৃজনশীলতা, প্রগতিশীলতা, চিন্তাশীলতা প্রয়োজন সেটা এই ভুঁড়িমোটা কাতারি আমিরদের মাথায় কোনদিনই খেলবে না! নোরা ফাতেহিরে দিয়া ফালতু বলিউডি আইটেম সং বানাইয়া সেইটারে "থিম সং" নাম দেওয়া দেখেই বুঝা গেসিলো এদের বুদ্ধিবৃত্তিক আর সাংস্কৃতিক দৈন্য কতো প্রকট! এদের "নিজস্ব" বলতে কিছুই নাই, কিচ্ছু না... জাস্ট তেল আর টাকা ছাড়া!
ফুটবল শুধু একটা খেলা না... ফুটবল বিশ্বের প্রতিটা দেশ জাতি সংস্কৃতির মানুষের প্রাণের উৎসব... ফুটবলের জন্য বিশাল বিশাল স্টেডিয়াম লাগে